শুক্রবার ৭ নভেম্বর ২০২৫ - ১৮:৪৩
আল-আকসা তুফান অভিযান ফিলিস্তিন বিলুপ্ত করার ষড়যন্ত্র থামিয়েছে: হামাস

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের জ্যেষ্ঠ নেতা খালিল আল-হাইয়্যা বলেছেন, অপারেশন আল-আকসা তুফান ছিল ফিলিস্তিন প্রশ্নকে বিলীন করার প্রচেষ্টা ও মধ্যপ্রাচ্যকে নতুনভাবে সাজানোর পরিকল্পনার বিরুদ্ধে শক্তিশালী প্রতিক্রিয়া।

হাওজা নিউজ এজেন্সি আল-মায়াদিনের বরাতে জানায়, গাজার হামাস নেতৃত্বের প্রধান খালিল আল-হাইয়্যা বৈরুতের ৩৪তম আরব ন্যাশনাল কনফারেন্সে শুক্রবার বলেন, “আল-আকসা তুফান অভিযান ছিল ফিলিস্তিন ইস্যু মুছে ফেলার এবং নতুন মধ্যপ্রাচ্য গড়ার ষড়যন্ত্রের জবাব।”

তিনি আরও বলেন, “গাজা আজ ক্ষতবিক্ষত—তবু দৃঢ় ও মর্যাদাবান। গাজা আপনাদেরকে আহ্বান জানাচ্ছে—যেন আমরা সবাই একসঙ্গে আমাদের ন্যায্য জাতীয় লক্ষ্যের পথে এগিয়ে যাই।”

তিনি জোর দিয়ে বলেন, “আগ্রাসন সত্ত্বেও গাজা তার সমুদ্র, পুরুষ, নারী ও শিশুদের নিয়ে যেমন অটল রয়েছে, তেমনি ফিলিস্তিনও অবিচল থাকবে— আর জুলুম অবশ্যই শেষ হবে।”

খালিল আল-হাইয়্যা বলেন, “৭ অক্টোবর ফিলিস্তিন ও এর সীমানায় রচিত এক ঐতিহাসিক বীরত্বগাথা—যেদিন সমগ্র ইসলামী উম্মাহ তাদের সামর্থ্য অনুযায়ী আমাদের সমর্থনে দাঁড়িয়েছিল।”

তিনি আরও যোগ করেন, “আল-আকসা তুফান শুধু একটি সামরিক প্রতিক্রিয়া নয়; এটি ফিলিস্তিন মুক্তির কৌশল প্রণয়ন এবং প্রতিরোধের সক্ষমতা বৃদ্ধি করার দায়িত্বও গ্রহণ করেছে।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha